মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ৩ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলার রাজস্ব খাতের আওতায় ১৫ জন সুফলভোগীর মাঝে ১৫ টি সেলাই মেশিন এবং ৮ জন সুফলভোগীর মাঝে ৮ টি গভীর নলকূপ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, উপজেলা পরিষদ, মির্জাপুর জনাব এ. বি. এম. আরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব শুভাশিষ কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক একুশের বানী, channel RA সহ বিভিন্ন গণমাধ্যম মিডিয়ার প্রতিনিধিগন।