ভালুকা ময়মনসিংহ – ভালুকায় উপজেলা হবিরবাড়ী এলাকায় আদিপত্তর বিস্তারকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে পরিবেশকে অস্থিতিশীল করার কারনে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।শনিবার রাত ১১টার দিকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো ১০নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির ও ইউনিয়ন আওয়ামীযুবলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মোর্শেদ আলম। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিরবাড়ী এলাকায় বাসাবাড়ীর ময়লা স্থানান্তর সহ অন্যান্য ব্যবসা করে আসছেন। প্রত্যেকে এককভাবে আদিপত্ত বিস্তারের জন্য হবিরবাড়ী আলমদিনা সপিং কমপ্লেক্্েরর সামনে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক ও পরিবেশ অস্থিতিশীল করে তুলে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এব্যপারে ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন জানান, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির ও ইউনিয়ন আওয়ামীযুবলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মোর্শেদ আলম কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।