নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে পত্রিকাটির শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম শিমুল এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাঃ মিজানুর রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ টুকু, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, ৭১ টিভি ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন, উপজেলা চ্যানেল এস টিভির প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সকলে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাফল্য কামনা করেন।