জানা গেছে, ১১ ও ১২ মার্চ ২ দিনে ৩শ জন প্রতিযোগিকে নিয়ে প্রথম রাউন্ডের অডিশন আরম্ভ হয়েছে। এই দুই দিনে ৩০০ জনের মধ্যে থেকে তিন বিভাগে ৪০ জনকে বাছাই করার পর দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী জানান, প্রথম দিনে ২০ জনকে বাছাই সম্পন্ন করা হয়েছে এদিন বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. নুরুল ইসলাম, মডেল মসজিদের পেশ ঈমাম ওমর ফারুক এবং শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মো. মতিউর রহমান।
এর আগে এ প্রতিযোগিতাকে ঘিরে নিয়ম অনুযায়ী ৩শ জন ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণের জন্য আবেদন করেন।
মাহে রমজানে এমন উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।