কবি সাখাওয়াত সৈকত এর একক কাব্যগ্রন্থ “নষ্ট পৃথিবীর ক্লান্ত মাঝি”
~~~~~~~~~~~
সাখাওয়াত সৈকত
জন্ম__ ১০ সেপ্টেম্বর, ১৯৮০
একজন সরকারি চাকরিজীবী। পড়াশোনা তার ছিল নেশা তাই পেশাগত জীবনে তিনি শিক্ষকতাকেই বেছে নেন। তাছাড়া লেখালেখির হাতে-খড়ি ছাত্র জীবন থেকেই। পাশাপাশি জড়িত ছিলেন নাট্যাভিনয় ও আবৃত্তির সাথেও। সাহিত্য ও সংস্কৃতির প্রতি যথেষ্ট আগ্রহ থাকায় পত্রিকার সম্পাদনা থেকে শুরু করে বিভিন্ন সময় অনলাইন নিউজ পোর্টালে, ম্যাগাজিনে তার লেখা কলাম, অসংখ্য কবিতা ও অনুকাব্য প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে ২০২১ এর বইমেলায় প্রকাশিত হয়েছে তার সম্পাদনায় একটি যৌথ কাব্যগ্রন্থ “সৃষ্টিকাব্য” । এছাড়াও প্রকাশ পেয়েছে তার কবিতা বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে।
কবিতার পাশাপাশি তিনি আবৃত্তি শিল্পী হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন।
হাজারো মানুষের ভিড়ে কবি সেই পুরুষ যে জীবন বিপ্লবের মিছিল থেকে আলগোছে বাঁচিয়ে চলে নিজেকে; তবুও পিছু ছাড়েনা জীবন যুদ্ধের ক্লান্তি আর প্রিয়জন হারানোর শূন্যতা। কলুষিত এই পৃথিবী কিছুই দেয়নি, শুধু দিয়েছে একরাশ সমালোচনা, অবহেলা আর অবজ্ঞা সাথে প্রবঞ্চনা । এ আবহ থেকেই গ্রন্থটির নাম “নষ্ট পৃথিবীর ক্লান্ত মাঝি” রাখা হয়েছে।
এখানে সন্নিবেশিত কবিতাগুলো কবির যাপিত অনুভব ও অনুরণনের রেশ ধরে বহুদূর যেতে চায় প্রেমে–ক্ষোভে–ক্রোধে-অভিমানে আর আলিঙ্গনে।
সত্য, সুন্দর কিংবা শাশ্বত কল্যাণবোধ ও নন্দনবোধের সুতীব্র প্রেরণাই কবিকে কবিতার সৌধ নির্মাণে রসদ যুগিয়ে চলে। কবি সাখাওয়াত সৈকত এর কবিতায়ও আমরা সেই চিরায়ত মানবভাবনার বিচিত্র মানবিক ও শৈল্পিক দিক প্রত্যক্ষ করি। গভীর সংবেদনশীলতায় জীবনের বহুবর্ণিল রুপ-রস-গন্ধ ফুটে উঠেছে কবির কবিতায়। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, জীবনের সুখ–দুঃখ, হাসি–কান্না, আনন্দ–বেদনার শতধা বিচ্ছুরণ ঘটেছে ব্যক্তিক অনুভবের স্তর থেকে। ক্রমে তা স্বদেশ, সমাজ ও সমকালীনতার সহস্র অভিঘাতে সামষ্টিক বিষয়–ভাবকেও সম্পৃক্ত করে। এভাবে তাঁর কবিতা হয়ে ওঠে অনুপম সৌন্দর্যের আকর। এই কবিতাগুলো আলোড়িত হবে পাঠক এবং কাব্যানুরাগী মানসে। এছাড়া আবৃত্তি জগতে শ্রোতাদের মনে দাগ কাটবে, জন্ম নেবে নবতর কাব্যবোধ।
#নতুনবই টি পাওয়া যাচ্ছেঃ
#বাংলাএকাডেমি র #বইমেলা_২০২৫ এর #চিরদিন প্রকাশনীর ৬২৭ ও ৬২৮ নং #স্টল এ
#কবিতার বইটি সার্বক্ষণিক পাওয়া যাবে…
ডি. আর. লাইব্রেরি
শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ।
বইটি পেতে মুঠোফোনে যোগাযোগ করতে ০১৭১৬৮৮৪৯৮৪ নম্বরে কল করুন।