শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জরর শিবগঞ্জ পৌর এলাকার কেন্দ্রী ঈদগাহ ময়দানে দুইশতবর্ষ উদযাপন উপলক্ষে কেরাত,হামদনাত প্রতিযোগিতা ও তাফসিরুল কোরআনের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম মুকুলের উপস্থিতিতে, শিবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি,বিএপির চেয়ারপারশনের উপদেষ্টা ,পাঁচবারের সাবেক সফল এমপি,বীরমুক্তি যোদ্ধা,অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার সভাপতিত্বে কেরাত প্রতিযোগিতা ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। ঈদগারে দুইশত বর্ষ উপলেক্ষে উক্ত আয়োজনের প্রধান বক্তা হিসেবে খতিব ,আয়েশা (রাঃ) মাসজিদ,গাজীপুর, মুফতি নেয়ামতুল্লাহ নোমানী।
এসময় কেরাত ও হামদনাত প্রতিয়োগিতায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, দারুল কুরআন আন্তর্জাতিক ক্বেরাত ও আজান প্রশিক্ষক কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ হাফেজ ক্বরী মাওলানা মোঃ বাইরুল ইসলাম, হাফেজ ক্বরী মাওলানা প্রভাষক,মোঃ সাইফুল ইসলাম ও ইসলামী সংঙ্গীতে জাতীয় পুরুস্কারপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার,শুরকার ও কন্ঠশিল্পী মু.মাহবুব আলম । শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রসা থেকে ছোট ছোট শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অংশগ্রহণকারীদের মধ্যে কেতার ও হামদনাতে ১ম,২য় ৩য় স্থানকারীদের বিশেষ পুরুস্কার প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির আহব্বায়ক মোঃ মইনুল ইসলাম মুকুল দুইশত বর্ষে ঈদগাহের প্রতিষ্ঠতা গোদন মিস্ত্রি থেকে বর্তমানে ৫ম পুরুষ নিয়াজুদ্দীন বিশ্বাস পর্যন্ত স্মরণ করেন। সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা ঈদগাহের প্রতিষ্ঠাতার ৫ম পুরুষকে এবং প্রবীন ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করেন । স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, মুসলিম উম্মাহ মুসলিমদের জন্য সুন্দর ও বসবাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় এবং উপস্থিত মুসল্লিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।