সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে তিনদিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন ঐতিহ্য রক্ষায় সাইকেল র‍্যালি,  কানসাট রাজবাড়ি সংস্কারে জোর দাবি চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, গলায় বাঁধা বালুর বস্তা চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে ট্রেন অবরোধ শিবগঞ্জে সড়ক দূর্ঘটনার গুরুতর আহত-২ শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ৭০ নারী,প্রলোভন দেখিয়ে ১০ লাখ আত্মসাৎ ! নারী খাদ্য পরিদর্শককে লাঞ্ছিতের অভিযোগ বিদায়ী উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে শিবগঞ্জে ছাত্রলীগ নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল কর্মীর আহত  সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল-মামুন আটক শিবগঞ্জে নিখোঁজ হওয়া সন্তানকে ফিরে পেতে মায়ের আর্তনাত

শিবগঞ্জে শাহজাহান মিঞার নেতৃত্বে বিশাল সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই দীর্ঘ সময় পর বিএনপির বিজয়  সমাবেশে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করে ।  বুধবার (৭ আগস্ট) শিবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজনে   শিবগঞ্জ পৌর এলাকার পিয়াজ পট্টিতে বিকাল ৪ টায় থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম হয় । এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন , বিএনপির চেয়ারর্পাসনের উপদ্দেষ্টা ও সাবেক হুইপ ও সংসদ সদস্য এবং রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা  অধ্যাপক মোঃ শাজাহান মিঞা ।
বিএনপি নেতা  শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক, সারওয়ার জাহান সেন্টু, যুবদলের সাবেক সভাপতি আলি আহমেদ বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সহসাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম প্রমূখ ।ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এরপর ওইদিন বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে।
বিকালে থেকে বিভিন্ন ইউনিয়ান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। গত এক দশক ধরে দেখা যেত দলটির সমাবেশ স্থলের চারপাশে থাকতো পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই দৃশ্যটি এখন চোখে পড়েনি। বিজয় সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলেন, আগে সমাবেশে আসতে পথে-পথে বাধার সম্মুখীন হতেন। অনেক সময় হামলারও শিকার হয়েছেন। এ ছাড়া সমাবেশস্থল থেকে কিংবা আসা-যাওয়ার পথ থেকে গ্রেপ্তার হওয়ার সম্ভবনা থাকত। আজ সেই ভয় নেই। গত কয়েক দিন নিজ বাসা-বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন। গ্রেপ্তারের ভয় ছিল না। আজ আমরা মুক্ত। বিজয় অর্জন করেছি। এখন অনেক সুযোগ সন্ধানী দলে ভিড়তে চাইবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না। মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উপজেলা পরিষদ,,থানা, মুন্দীরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেওয়ার নির্দেশ দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১