রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য রক্ষায় সাইকেল র‍্যালি,  কানসাট রাজবাড়ি সংস্কারে জোর দাবি চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, গলায় বাঁধা বালুর বস্তা চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে ট্রেন অবরোধ শিবগঞ্জে সড়ক দূর্ঘটনার গুরুতর আহত-২ শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ৭০ নারী,প্রলোভন দেখিয়ে ১০ লাখ আত্মসাৎ ! নারী খাদ্য পরিদর্শককে লাঞ্ছিতের অভিযোগ বিদায়ী উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে শিবগঞ্জে ছাত্রলীগ নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল কর্মীর আহত  সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল-মামুন আটক শিবগঞ্জে নিখোঁজ হওয়া সন্তানকে ফিরে পেতে মায়ের আর্তনাত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১৩০ গ্রামের হিরোইন ও নগদ ৬৩ হাজার ৪১০টাকাসহ এক চোরাকারবারি আটক

শিবগঞ্জে ১২বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত পেল বিপ্লব

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:দীর্ঘ ১২বছর পর আদালতের রায়ের মাধ্যমে বেদখলীয় জমি দখল পেলেন জমির প্রকৃত মালিক। গত ০৪-০৫-২০২৩খ্রী: তারিখে আদালতের প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি মেপে সরকারী ভাবে লাল পতাকা টাঙিয়ে জমির চৌহিদ্দী নির্দিষ্ট করে দেন এবং জমির মালিক বিপ্লবকে জমি বুঝিয়ে দেন তা ঢোল বাজিয়ে এলাকাবাসীর মাঝে তা প্রচার করা হয়।। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পশ্চিম বিলাত হরিপুর মৌজায় জি এল নং ১৬৪, আর এস খতিয়ান নং ৮২৮, হাল দাগ নং ২১৪১,২১১০ ও ২১১৯। এ তিন দাগে নালিশী জমির পরিমান ৩০ দশমিক১৯/১০০ একর। মামলায় রায়ের কপি সূত্রে জানা গেছে কানসাট ইউনিয়নের বহালাবাড়ি গ্রামের মৃত ইয়াসিন আলির ছেলে বিপ্লব গত ২৭-০১-২০১১খ্রী: তারিখে কানসাট ইউনিয়নের শিবনগর (বিলবাড়ি) গ্রামের মৃত অরেশতুল্লাহর ছেলে তরফ আলি বিরুদ্ধে মোকাম শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। মামলা নং ২১/২০১১,মিস (৯৬)। যা গত ০৩-০১-২০১৯খ্রী:তারিখে বিজ্ঞ আদালতে মামলাটি না মঞ্জর হয়। পরবতীতে অবারো তিনি জেলা দায়রা জজ আদালতে ০৮/২০১৯ আপীল দায়ের করলে উক্ত মিস আপীলটি শুনানী শেষে ০১-০৯-২০১৯ খ্রী: তারিখে মঞ্জর হলে মোকদ্দমার প্রতিপক্ষ দেওয়ানী কার্যবিধির আইনের ৪১রুলের ২১ ধারা মাতে ০১/২০২২ মিস কেস আনায়ন করেন। উক্তি মিস কেসটি ১৬-১০-২০২২খ্রী: তারিখে না মঞ্জু হয়ে গত ০১-০৯-২০২১ খ্রী: তারিখের আদেশ বহাল হয়ে নিস্পত্তি হয়। যার রায়টি বিপ্লবের পক্ষে আসে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১