চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যাক্তির নাম, নজরুল ইসলাম (৫৩), পেশায় তিনি কশাই। তাকে সবাই নজরুল কসাই নামেই চেনেন। তার বাড়ি রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিলিপ কুমার দাস জানান, স্থানীয়দের দেখা খবরের ভিত্তিতে পুলিশ একটি মুরগীর খামারের পাশে, রহনপুর আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকা থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরিরে কোন আঘাতের চিহ্ন নেয়, তার গলার কাছে পরনের শার্ট পেচানো ছিলো, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।