মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় দুইজন প্রান্তিক কৃষকের মাঝে তিনটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে এসব পাওয়ার টিলার বিতরণ করা হয়।
এব্যাপারে মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার বলেন,
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর অধীনে উপ-প্রকল্পের মঞ্জুরীকৃত এআইএফ-২ গ্র্যান্ড ফান্ড কার্যক্রমের আওতায় দুইজন কমন ইন্টারেস্ট গ্রুপের (সিআইজি) সদস্যদের মাঝে ৩টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।যার মূল্য প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা। বিতরণকৃত টিলারের মোট মূল্যের ৩০ শতাংশ টাকা প্রদান করেন কৃষক, বাঁকি ৭০ শতাংশ সরকারি সহায়তা।