
বিএনপির মধ্যে কোন বিভেদ নাই –বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আমরা যারা বিএনপি করি এদের মধ্যে কোন বিভেদ নাই আপনারা কোন দ্বন্দ্বে লিপ্ত হবেন না কোথায় কে কি বলল তা নিয়ে কর্ণপাত করবেন না আমরা বিএনপি আমরা সবাই ধানের শীষের আপনারা কোন দ্বন্দ্বে কেউ অত্যাচার করতে যাবেন না এই অনুরোধ আপনাদের প্রতি রইল আজকে আমরা কথা বলতে পারছি গত ছয় মাস আগেও কিন্তু আমরা কথা বলতে পারতাম না আমরাসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সবাই মিলে আন্দোলন করে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের মাটি থেকে হাসিনা সরকারকে দেশের মাটি থেকে তাড়িয়ে দিয়ে আমরা সবাই ভালো আছি।শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে ইউ সি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে এসব মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য ও হুইপ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞা এইসব মন্তব্য করেন। তিনি আরও বলেন এই সুদিন কি আমাদের বজায় রাখতে হবে সামনের দিনে আমাদের সবাইকে একমত হয়ে আমাদের দেশ এবং মাটি জনগণের রাজনীতি বিএনপির রাজনীতি দীক্ষিত হয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয় করতে হবে ।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আদিনা সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। এ সময় বক্তব্য রাখেন , ও উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সম্মানিত সদস্য সারওয়ার জাহান সেন্টুসহ বিএনপি, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
View All
Like this:
Like Loading...
Related