চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোশারফ আলী (৫৫)। তিনি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার কয়লাবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃতঃআয়েশ উদ্দিন।সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোশারফ আলী মোটরসাইকেল নিয়ে সোনামসজিদের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও কিছুক্ষন পরে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।