
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হাবিল আলী (৩০) নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের পিলার নম্বর ১৮০/৬-৭ এস এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি-মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। আহত হাবিলের ভাবি সুলেখা খাতুন বলেন, সকালে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎ করে ভারতীয় বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। হাবিলের বুকে গুলি লাগে। তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য কাসেদ আলি জানান, হাবিল তেলকুপি বিওপির অধীন¯’ গমের জমিতে সেচ দিতে গেলে ভারতের চুরিঅনন্তপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে বিএসএফের গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলেও জানান তিনি। এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকালের দিকে ৭-৮ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। তবে কেউ হতাহত হয়েছে কিনা জানা নেই।
View All
Like this:
Like Loading...
Related