নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পর এবার ট্রাস্ট্রিবোর্ডে পরিবর্তন এলো বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ইতোমধ্যে চ্যান্সেলর এ নতুন ট্রাস্টিবোর্ড অনুমোদন করেছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তার সঙ্গে আরও ১৩ জন রয়েছেন।
জামায়াত সমর্থিত হিসেবে পরিচিতি এ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ছিলেন প্রফেসর মো. আবদুল্লাহ। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক সচিব শাহ আবদুল হান্নান। তিনিও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ২০২১ সালের ২ জুন মারা যান।
জানা গেছে, মানারাত ট্রাস্ট নামক একটি দাতব্য সংস্থা ১৯৭৯ সাল থেকে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা করে আসছে। ১৯৯৫ সালে ট্রাস্টটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে এবং এ লক্ষ্যে ১৯৯৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে। ২০০১ সালের ৩ এপ্রিল ট্রাস্টটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারি অনুমোদন লাভ করে। সে বছরের ২১ মে বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওই বছরের ২৮ মে ঢাকার গুলশানে ৭৩ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি পাঠ দান কার্যক্রম শুরু করেছিল। ট্রাস্টিবোর্ডের একাধিক সদস্য জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে শিক্ষাপ্রশাসনে চাউর আছে।