পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে না ফেরার দেশে পারি জমালেন পত্নীতলার সুমন ড্রাইভার আর কোনদিন ড্রাইভিং করতে দেখা যাবে না তাকে। নওগাঁর পত্নীতলার সুমন ড্রাইভার কার নিয়ে পার্শবর্তী উপজেলা ধামইরহাট থেকে চিকিৎসার জন্য তনছের আলীসহ কয়েকজন যাত্রী নিয়ে বগুড়া রওনা দেন পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় সেই ড্রাইভার সহ মোট ৪জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো একজনকে গুরত্বর আহত হয়েছেন । খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম লাশ উদ্ধার করেছে। জানা যায় শনিবার (১৬ জুলাই) সকালে ঢাকা মেট্রো গ ২২-১৪৯৮ কার নিয়ে ধামইরহাট থেকে তনছের মাস্টার কে চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেলের উদ্দ্যশে রওয়ানা দেয় বগুড়ার কাহালু উপজেলার দরগারহাট নামক সড়কে পৌঁছালে একটি আইশার ট্রাক্টর সজোড়ে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে। এতে ছোট মাইক্রোটি দুমরে মুচড়ে তছনচ হয়ে যায় ভেতরে পত্নীতলার আদর্শ গ্রামের মৃত মালেকের ছেলে সুমন( ২৭) (চালক) সহ ধামইরহাট উপজেলার জগদ্দল এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান তনছের আলী মাষ্টার (৭৭) এবং তার ছেলে ফজলে রাব্বি টগর (৩৫) কাঠ ব্যবসায়ী মো. মফিজ উদ্দিনের বড় ছেলে আব্দুর রহমান (২৭) ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় জগৎনগর এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাকিল হোসেন (২৮) গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সুমন আগে ঔষুধের দোকানে কর্মচারী ছিল কয়েক মাস হলো পত্নীতলার ফিরোজের ভাড়ায় চালিত কারে বেতন ভুক্ত হিসাবে ড্রাইভারী করছেন । তার বাড়ীতে মা, স্ত্রী ও ছোট মেয়ে ও ছোট ভাই সবাই শোকে কাতর হয়ে পরেছে। চলছে শোকের মাতাম। তবে লাশ এখনো পরিবারের কাছে পৌঁছায়নি। পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন লোক মুখে ঘটনা শুনেছি।