ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :: ২০২১/২২ অর্থবছরে খরিপ-২ ২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভেড়ামারা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ৫২০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ (বিনাধান ১৭, ব্রি ধান ৭১, ৭৫, ৮০ ও ৮৭ জাত) ও ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামন মিঠু। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সসম্প্রসারণ অফিসার মোছাঃ শাহানাজ ফেরদৌসি ও ভেড়ামারা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী।