রাজশাহীতে সেচের পানি না পেয়ে আত্নহত্যা করা দুই আদিবাসী কৃষক হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীতে জেলার বিভিন্ন এলাকার আদিবাসীরা অংশ নেন।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা ত্তির্কী, আদীবাসী নেত্রী কুটিলা রাজোয়ার, বিরেন বেসরা , শাপলা কিসপর্টা।
পরে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসাবেই সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠনসহ ১৬টি দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন আদিবাসী নেতৃবৃন্দ।