চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুরে বঙ্গবন্ধু ধান১০০ চাষাবাদ উদ্বুদ্ধকরণে ফসল কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা। সবুর আলি’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার আনজুমান আরা, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়াসিলা, খাতুন ওয়ার্ড সদস্যগণসহ কৃষক কৃষানীরা।
কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন এই ধানের জীবনকাল ১৪৮ দিন ফলন ২৬ বিঘা (৭.৮ মেট্রিকটন) অ্যামাইলেজ ২৬% প্রোটিন 7:8% জিংক ২৫.৭ মিলিগ্রাম/কেজি
উপস্থিত কৃষকরা বঙ্গবন্ধু ধান১০০ আগামী বছরে আমাদের জন্য আগ্রহ প্রকাশ করে