ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা শিবগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান শিউলি বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তথ্য আপা কর্মকর্তা ফজিয়া আক্তার, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ক্ষুদে উদ্দ্যোক্তা শাহীনা পারভীন, তাহারিমা, তানিয়া, লাবনী, জুই, সুমাইয়া, আদিবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শেষে নারীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়।