চাঁপাইনবাবগঞ্জ জেলার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সমাজসেবা অধিদপ্তরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে সকল নিবাসী শিশুরা কুরআন খতম করে মাননীয় মন্ত্রী সুস্বাস্থ্য কামনা করেন।
উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেস ম্যানেজার ফারুক হোসেন, এডুকেটর মোস্তাফিজুর রহমান, প্যারামেডিক্স সোহেল রানা, শাহ আলম সহ সকল নিবাসী শিশুরা।
অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীর সুস্থতা কামনা ও দেশ , জাতি ও শিশুদের কল্যান কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।