পৌর এলাকার অসচ্ছল, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের স্বাবলম্বী করতে সামাজিক নারী সংগঠন ওয়েল ফেয়ার ক্লাব সেলাই মেশিন ও দোকানের পুঁজি হিসাবে মুদি সামগ্রী বিতরণ করে।
সকাল সাড়ে ১১টায় শহরের নবাবগঞ্জ ক্লাবের হলরুমে ওয়েল ফেয়ার ক্লাবের পক্ষ থেকে এসব সামগ্রী বিক্রি করেন সংগঠনটির সভাপতি ও ডাঃ গোলাম রাব্বানীর সহধর্মিণী মোসা সেলিনা বিশ্বাস।
এ সময় তিনি বলেন, সমাজের অসচ্ছল নারীরা যাতে কারো উপর নির্ভরশীল না থাকে এবং বাড়িতে বসে কিছু একটা করে বাঁচতে পারে সে জন্যই তাদের সেলাই মেশিন ও দোকানের পুঁজি হিসাবে মালামাল তুলে দিচ্ছে জেলা ওয়েল ফেয়ার ক্লাব।
গত একবছর হলো প্রতিষ্ঠার পর থেকে ওয়েল ফেয়ার ক্লাব বৃদ্ধাশ্রম, করনাকালিন খাদ্য সহায়তা, প্রতিবন্ধীদের উন্নয়নে এবং দুস্থ নারীদের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা ডাঃ গোলাম রাব্বানী,ওয়েল ফেয়ার ক্লাবের সদস্য জিন্নাত পারভীন,শিল্পী চৌধুরী, আম্বিয়া খাতুন মিলি,আয়েসা নাসরিন বেলি,সোহানা জেসমিন লিপি,নাদিরা আক্তার সহ অন্যানরা।
অনুষ্ঠানে পৌর এলাকার রাবিয়া,সাহিদা,ফাতেমা বুলবুলি,সুফিয়া খাতুন কে একটি করে সেলাই মেশিন ও সুমাইয়া ও সাবিনা ইয়াসমিনের মুদি দোকানের জন্য ৬ হাজার টাকার করে বিভিন্ন মালামাল কিনে দেওয়া হয়।