নিজস্ব প্রতিনিদিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন হতে ১৮৩৫ পিস ইয়াবাসহ সুমন আলী(২৩) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরপাঁকা বিশরশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃসুমন আলী(২৩)। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প মঙ্গলবার রাত ৮ঘটিকায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে,
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১১ নং উজিরপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উত্তর উজিরপুর গ্রামস্থ উজিরপুর হইতে শিবগঞ্জ গামী পাঁকা রাস্তার পশ্চিম পাশের্^ জনৈক নূরশেদ আলীর আম বাগানের পূর্ব পাশের্^ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট-১৮৩৫ (এক হাজার আটশত পয়ত্রিশ) পিচ এবং (খ) ০১ (এক) টি মোবাইল ফোনসহ ১। মোঃ সুমন আলী (২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোছাঃ সাবেরা বেগম, সাং-চর পাঁকা বিশ রশিয়া, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।