চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ২টি পিস্তুও,৩টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ শরিফুল (২৭) ইসলাম নামে একঅস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুরনামোপাড়া গ্রামের কেতাব আলীর ছেলে শরিফুল ইসলাম(২৭) ।শনিবার রাত ১১ টায় এক প্রেসবিজ্ঞপ্তি জানান যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন গোলাপ বাজার সংলগ্ন গোলাপ বাজার হতে আরগাড়া যাওয়ার পাকা রাস্তার দক্ষিণ পাশের্^ জনৈক তোজাম্মেল হক পিতা মৃত ফরিদ উদ্দিন এর বসত বাড়ীর পূর্ব দিকে ফাকা জায়গা হতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) বিদেশী পিস্তল-০২টি, (খ) ম্যাগাজিন-০৩টি, (গ) গুলি-০৩ রাউন্ড, (ঘ) মোবাইল সেট-০১টি এবং (ঙ) সীমকার্ড-০১টি সহ আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতা-মোঃ কেতাব আলী, সাং-মির্জাপুর নামোপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।