প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার দেশের শিক্ষা বিস্তারে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি রবিবার চাঁপাইনবাবগঞ্জের গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে চলেছে। সরকার বছরের প্রথম দিনে দেশের শিক্ষার্থীদের মাঝে বই পৌছে দিচ্ছেন। সারাদেশে ১ কোটি ৩০ লক্ষ শিক্ষার্থী মায়েদের হাতে উপবৃত্তি দেয়া হচ্ছে। করোনাকালে শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া হয়েছে। এখন বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গাভিল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব,চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
পরে প্রতিমন্ত্রী একযোগে বিদ্যালয়গুলো নতুন ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নতুন ভবনগুলো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫২ কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা।