প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
শিবগঞ্জে আলহাজ্ব কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে থেকে দুঃস্থদের মাঝে চেক বিতরণ।

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা, শিবগঞ্জে আলহাজ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়,দুঃস্থ,প্রতিবন্ধীদের মাঝে অনুদানের টাকার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে অসহায় দুঃস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে টাকার চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরি চালক প্রভাষক মাসুদ রানা। এ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় পরিচালক মাসুদ রানা বলেন আমি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা,আত্মা প্রতিবন্ধী সেবা,মাসুদ রানা পাগল সেবার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিমাসে মাসিক ৫০০ ও ১০০০টাকা করে অনুদান দেয়ার ঘোষনা দিচ্ছি। আজকে ৫জনকে টাকার চেক দিলাম এবং অল্প সময়ের মধ্যে আরো সম্প্রসারণ করবো ইনশাআল্লাহ আগে আলহাজ কয়েস উদ্দিনের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2025 Desh 50 TV. All rights reserved.