প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
ইউএনওর অভিযানে কালাইয়ে অবৈধ পুকুর খনন বন্ধ

জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি বন্ধে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উদয়পুর ইউনিয়নের ভাটাহার গ্রামে অভিযান পরিচালনা করেন তিনি।
জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার তেলিহার ভাটাহার গ্রামের প্রভাবশালী জিয়াউর রহমান প্রশাসনকে তোয়াক্কা না করে তার মালাকানাধীন বান পুকুর সংস্কারের নামে ১০-১২ ফুট গভীর করে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল একই গ্রামের উলিউল্লাহসহ স্থানীয় একটি চক্র।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা তাঁর উপস্থিতি টেরপেয়ে মাটি বহনকারী ট্রাক্টর ও মাটি খননযন্ত্র স্কেভেটর রেখেই পালিয়ে যায়। চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় অবৈধ ভাবে পুকুরের মাটি খনন ও বিক্রির দায়ে তাদের ট্রাক্টর ও খননযন্ত্র অকেজো করা হয়।
এছাড়াও একইদিনে উপজেলার পুনুট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে মাটি বহনকারী গাড়ি অকেজো এবং ৩ টি ব্যাটারি জব্দ এবং জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুরে অভিযান চালিয়ে ১ টি ভেকু, ৫ টি ট্রাক্টর অকেজোসহ ৫ টি ব্যাটারি জব্দ করা হয়েছে। বিকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ইউএনও। এ অভিযানে কালাই থানা পুলিশ ও আনছার সদস্য সাথে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, নিয়ম অনুযায়ী প্রসাশনের অনুমতি না নিয়ে কেউ পুকুর সংস্কার করতে পারবেনা। আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2025 Desh 50 TV. All rights reserved.