প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ
শিবগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত-৯৭
![]()
চাঁপাইনবাবগঞ্জ. প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৪টি পরীক্ষা কেন্দ্রে এবারের এইচএসসিপরীক্ষায় ৯৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। রবিবার অনুষ্ঠিত হওয়াপরীক্ষায় শিবগঞ্জ ফাযিল মাদ্রাসায় ৩৪৬জন পরীক্ষার্থীর মধ্যে ২৬জন অনুপস্থিত ছিলো। এছাড়া শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে১হাজার১৫জনপরীক্ষার্থীর মধ্যে ২৩জন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ কেন্দ্রে ৭০৯ জনপরীক্ষার্থীর মধ্যে ২৭জন ও শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয় কেন্দ্রে ১ হাজার২০৬জন পরীক্ষার্থী মধ্যে ২১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। সকাল ১১টাথেকে শুরু হওয়া পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও সাধারণবোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত জানান, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2025 Desh 50 TV. All rights reserved.