নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী থেকে ২ কেজি ১শ ৪৫গ্রাম হেরোইনসহ মামুন মিয়া(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার, সদর উপজেলার, বারোঘরিয়া বাজার কলোনী ,বারোঘরিয়া ইউপির টুনু মিয়ার ছেলে মামুন মিয়া। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৪ অক্টোবর ২০২২ ইং তারিখ ২০:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামস্থ কছিমুদ্দিন এন্টার প্রাইজ (রাইচ মিল) এর সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-২.১৪৫ (দুই কেজি ১৪৫ গ্রাম) কেজি (খ) মোবাইল ফোন-০১(এক)টি এবং (গ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী ১। মোঃ মামুন মিয়া(৩৫), পিতা-মোঃ টুনু মিয়া, মাতা-মোছাঃ আকতারা বেগম,সাং-বারোঘরিয়া বাজার কলোনী পাড়া,ইউপি-বারোঘরিয়া,ওয়ার্ড নং-০৪,থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। উল্লিখিত জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com