রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী হতে ১২.৭শ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫চাঁপাই ক্যাম্প । আটককৃর্ত ব্যক্তি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা ছওগা গ্রামের মনোয়ার মৃর্ধার ছেলে আনন্দ মৃর্ধা(২০)। রবিবার সন্ধ্যা ৬.৩০মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহীর একটি সমšি^ত অপারেশন দল ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখ ১২:৪৫ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারের নির্মাণাধীন বিল্ডিং এর সামনে ভদ্রাগামী মহাসড়কের উপর হতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং সিপিএসসি কোম্পানীর উপ অধিনায়ক ফ্লাইট লেঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে¡¡ একটি সমšি^ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) গাঁজা-১২.৭০০ কেজি, (খ) মোবাইল ফোন-০১(এক) টি এবং (গ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী ১। মোঃ আনন্দ মৃধা (২০), পিতা-মৃত মনোয়ার মৃধা, স্থায়ী : সাং-ছওগা , থানা- ভেদরগঞ্জ, জেলা - শরীয়তপুর, বর্তমান সাং- বাসের মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, ইসলামীয়া হাসপাতালের পিছনে, সায়েদাবাদ, থানা- যাত্রাবাড়ী, জেলা -ঢাকা’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। উল্লিখিত জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার মতিহার থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com