চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-(চক বহরম) গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহসান আলি মাস্টার আজ (২৪ এপ্রিল) রবিবার দুপুর ২ঃ৪৫ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি স্থানীয় চুনাখালি এনায়েতুল্লাহ মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মরহুমে জানাজা আগামীকাল(২৫ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৮ টায় মরহুমের বাসভবনের সামনে জানাজা ও বাড়ি সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com