প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ
শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদসামগ্রী ও নতুন পোশাক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত নিবাসী ১৬৫ জন বালক-বালিকা শিশুর মাঝে ইফতার, ঈদসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম ও জেলা প্রশাসকের সহধর্মীনি মাহাফুজা সুলতানাসহ অন্যরা। সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2025 Desh 50 TV. All rights reserved.