চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৬নং কানসাট ইউনিয়নে বিএনপির অঙ্গসহযোগি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কানসাট শাথার উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিরের আয়োজন করা হয়। রবিবার বিকেলে আসর নামাজের পর, কানসাট ইউনিয়ন যুবদলের আহŸায়ক হারুনার রশিদের সভাপতিত্বে আলোচনাসভা দোয়া ও ইফতারের আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্টানে উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি টমাস স্যার ও সাধারণ সম্পাদক তাজেরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে মোনাজাত করেন ওলামা দলের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ । মোনাজাাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্তার মাগফিরাত ও বিএনপির চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতার কামনা করা হয়।
[video width="640" height="352" mp4="https://www.desh50tv.com/wp-content/uploads/2022/04/kanvv.mp4"][/video]
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com